বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামীতে রাষ্ট্র গঠনে বিএনপি সুযোগ পেলে দেশের দরিদ্র নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদেরকে পরিবারিক কার্ড দেবেন। ওই কার্ডধারী নারী প্রতিমাসে সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যবাদি ক্রয়ের জন্য ৫ হাজার টাকার সমপরিমান পণ্য সংগ্রহ করতে পারবে।
তিনি বলেন, এদেশের বিধবা নারীদের জন্য সর্ব প্রথম কার্ড ব্যবস্থা চালু করেন বিএনপির চেয়ারপারসর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এই কার্ড নিয়ে নয়-ছয় করা হয়েছে। চেয়ারম্যান-মেম্বাররা এই কার্ডকে পুজি করে লাখ লাখ টাকা নিয়েছে দরিদ্র নারীদের কাছ থেকে।
তিনি আজ সোমবার বিকালে যশোর টাউন হল মাঠে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন।
নিউজ পোর্টাল ‘ওয়ান নিউজ বিডি’র পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ওয়ান নিউজ বিডি’র সম্পাদক আল মামুন শাওন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন যশোর চেম্বার অব কর্মার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক সোহানুর ইসলাম সোহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রেজা দুলু, যশোর প্রেসক্লাবের সভাপিত জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজ সেবক শরিফুল দৌলা ছটলু প্রমুখ।
অনুষ্ঠানে ৭৫জন দরিদ্র নারীদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের আগে ও পরে অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে আগত নারীদের সাথে কুশালাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।