স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

Date:

চতুর্থ ব্যাটার হিসেবে উইকেটে আসার পর স্টিভেন স্মিথ ফিরে গেলেন নবম ব্যাটার হিসেবে। মাঝে খেললেন ১৯৭ বলে ৩ ছক্কা ও ১৩ চারে ১৪০ রানের অনবদ্য এক ইনিংস। যার সুবাদে মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৪৭৪ রানে। এমন দিনে রেকর্ড গড়েছেন স্মিথ।

তবে যেভাবে তিনি আউট হয়েছেন তা অদ্ভুতই বটে। আকাশ দীপের বলে উইকেট ছেড়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন স্মিথ। বল ব্যাটে লেগে পায়ের নিচের অংশে আঘাত হানে। সেখান থেকে এক, দুই, তিন ড্রপে স্টাম্পে! —চেয়ে চেয়ে নিজের বোল্ড আউট হওয়া দেখলেন স্মিথ। থামলেন ১৪০ রানে।

তবে ফেরার আগে ভারতের বিপক্ষে রেকর্ড ১১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।

এর আগে, প্রথম দিনে অস্ট্রেলিয়ার রান ছিল ৬ উইকেটে ৩১১, স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। আজ বাকি চার উইকেটে আরও যে ১৬৩ রান যোগ হয়েছে, তার প্রায় অর্ধেকই (৭২) স্মিথের। যার সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৪৭৪।

Popular

More like this
Related

আমরা সম্প্রতির বন্ধনে বৈষম্যহীন দেশ গড়তে চাই: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড....

মাদক কারবারিকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত

যশোরের মণিরামপুরে এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে স্থানীয়দের...

যশোরে বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত

গতকাল ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে...