যশোরের চৌগাছায় চাঁদার টাকা না পেয়ে সরকার অনুমোদিত বিসিআইসি সারের ডিলারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। দোকান ভাংচুরসহ আট লক্ষ টাকা ও মোটরবাইক ছিনতাইয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা ভাস্কার্য মোড়ের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু।
থানা ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের পৌষ্য সন্ত্রাসী বাহিনী শফিকুল ইসলাম,জহুরুল ইসলাম, নাইমুজ্জামান সুমন, মনিরুল ইসলাম,মাজিদুল ইসলাম, ইসাহক আলী ও তরিকুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ পঞ্চশ লক্ষ টাকা চাঁদা চেয়ে চাপ দিতে থাকেন।একাধিকবার চাপ দেওয়ার পরও চাঁদার টাকা না দেওয়াই শুক্রবার রাত নয়টার দিকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ভেতর প্রবেশ করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দোকান ভাংচুর ও লেন্টুকে মারধর শুরু করেন এসকল সন্ত্রাসী। মারধরের এক পর্যায়ে দোকান থেকে ব্যবসায়ীকে বের দিয়ে দোকান তালাবদ্ধ করে দেন তারা। এসময় সন্ত্রাসীদের মারধর থেকে লেন্টুকে বাঁচানোর চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা আঘাতপ্রাপ্ত হয় বলে জানা যায়। স্থানীয় ব্যবসায়ী ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগীতায় দোকানের তালা খুলতে সক্ষম হন তিনি। এসময় দোকানে থাকা আট লক্ষ টাকা ও মোটরবাইক লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী এই ব্যবসায়ী।
এবিষয়ে ভূক্তভোগী আতিকুর রহমান লেন্টু বলেন,চাঁদার টাকা না দেওয়াই আমাকে মারধর ও টাকা লুট করে নিয়ে গিয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের সন্ত্রাসীরা। আমাকে জীবননাশের হুমকী ও দোকান খুলতেও মানা করে দিয়েছে তারা। আমি এখন আমার দোকান ও জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের নিকট সার ব্যবসীকে মারধর ও টাকা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে একাধিক যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।