শ্রেয়াসকে আউট করার সহজ উপায়, কাজে লাগতে পারে বাংলাদেশের

Date:

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যা সামনে রেখে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এবারের আসরে একই গ্রুপে হওয়ায় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। যেই আসর সামনে রেখে এখন বাংলাদেশি ক্রিকেটাররা তাদের প্রস্তুতি সারছে বিপিএলে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও রঞ্জি ট্রফিতে।

এই অবস্থায় ভারতীয় মিডলঅর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে থাকা এই ব্যাটারকে কীভাবে খুব সহজেই সাজঘরে ফেরাতে পারবে বোলাররা সেই ধারণাও দিয়েছেন তিনি।

সবশেষ মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে দুই ইনিংসে ১১ ও ১৭ রান করে সাজঘরে ফেরা এই ব্যাটারকে আউট করার সবচেয়ে সহজ উপায়টি জানিয়েছেন বাসিত। যা কাজে লাগতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রতিপক্ষ দলের।

শ্রেয়াসকে আউট করার উপায় নিয়ে বাসিত বলেন, ‘সেই ইনিংসে (মুম্বাইয়ের রঞ্জি ট্রফি ম্যাচ) সবচেয়ে খারাপ শটটি ছিল শ্রেয়াস আইয়ারের। দল ছয় উইকেট হারিয়েছিল এবং মিড-অন পিছনে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও সে সেখানেই খেলতে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শ্রেয়াসকে আউট করার সবচেয়ে সহজ উপায় মিড-অন পেছনে রেখে তাকে বড় শট খেলতে প্রলোভন দেখানো। কারণ সে অবশ্যই একটি বড় শট খেলবে।’

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি।

Popular

More like this
Related

কানাডা-মেক্সিকোর ওপর মার্কিন শুল্ক আপাতত স্থগিত

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য...

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি...

যশোরে চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা

যশোরে চাঁদার টাকা না পেয়ে সম্রাট (২৫) নামে এক...

‘ব্লক’ খাওয়া হৃদয় লেটার মার্ক দিলেন অভিভাবক তামিমকে

আগের দুই বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পারফর্মার...