‘প্রতিশোধ’ তুলে আফসোস নিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

Date:

একই দিনে ১৭ হাজার কিলোমিটার এদিক ওদিকে বাংলাদেশ দু’বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। দুটো ম্যাচই নারী ক্রিকেটে। প্রথমটায় অ্যাসাইনমেন্ট ছিল বড়দের, দ্বিতীয়টায় ছোটদের।

বড়রা সকালে ১৪৪ রানের বড় স্কোর গড়েও হেরেছে বড় ব্যবধানে। তারই শোধ তুলল অ-১৯ যুবারা। অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুমাইয়া আক্তারের দল ১০ উইকেটে হারিয়েছে উইন্ডিজকে।

উইন্ডিজকে চেপে ধরার কাজটা বোলাররাই করেছেন। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচটায় উইন্ডিজকে হাত খুলতে দেননি নিশীতা-আনিসারা। নিশীতা আক্তার ৩ আর আনিসা আক্তার নেন ২টি করে উইকেট।

তাদের তোপের মুখে উইন্ডিজ ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলেই। এরই মধ্যে ইনিংসের সর্বোচ্চ রানটা আসে অমৃতা রামতাহালের ব্যাট থেকে। তিনি করেন ১৬ রান। ফলে উইন্ডিজের রানটাও বড় হয়নি। ৬ উইকেট খুইয়ে ৫৪ রানের শেষ হয় তাদের ইনিংস।

জবাবে পুরো বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি জ্বলে ওঠে শুরু থেকেই। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া আর জুয়াইরিয়া মিলেই ম্যাচ শেষ করে আসেন। ছোঁয়া ১৪ আর জুয়াইরিয়া করেন ২৫। অতিরিক্ত খাত থেকে আসে ১৬ রান। বাংলাদেশ এই ম্যাচটা জেতে ৬৭ বল হাতে রেখে।

বাংলাদেশের বিশ্বকাপ শেষ আগের ম্যাচেই। তবে শেষ ম্যাচের এই জয় খানিকটা আফসোসও উপহার দিচ্ছে বৈকি! এই বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে ফিরছে বাংলাদেশি যুবারা। গ্রুপ পর্বে নেপাল, স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল।

তবে আফসোসটা দ্বিতীয় ম্যাচটা নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেদিন দারুণ লড়াই করে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচটা জিতে গেলে, সঙ্গে দ্বিতীয় রাউন্ডের এই জয় বাংলাদেশকে শেষ চারের লড়াইয়েও রাখতে পারত। শেষ ম্যাচে জেতার তৃপ্তির সঙ্গে তাই ঢাকায় ফেরার বিমানে বাংলাদেশের সঙ্গী হচ্ছে খানিকটা আফসোসও।

Popular

More like this
Related

স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অভাবের সংসার, চরম অনটনে চলে। একমাত্র কন্যা সন্তানের বিয়ের...

চৌগাছায় আ.লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে যুবদলের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরনের যুবদলের...

চৌগাছায় ধর্ষনের অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার...

বাংলাদেশ বিমান অথর্ব প্রতিষ্ঠান, ভেঙে দেওয়ার সুপারিশ টাস্কফোর্সের

বাংলাদেশ বিমান ভাঙার সুপারিশ দিয়েছে অর্থনৈতিক বিষয়ক টাস্কফোর্স। এটিকে...