যশোরে দুই গ্রুপের পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।পূর্ব বিরোধের জেরে শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তরিকুল ইসলামের ছেলে তাহাসিন অরফে তাসলিম (২০), বুলু শেখের ছেলে আকাশ (২০) ও হিরু মিয়ার ছেলে মামুন (৪০)।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানিয়েছেন, আহতদের আঘাত গুরুতর।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আল মামুন ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
তিনি বলেন, এ ঘটনা নিয়ে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। তবে এলাকাবাসী জানিয়েছেন, বর্তমানে বিরামপুরে চরম উত্তেজনা বিরাজ করছে।
আহতরা জানিয়েছেন, পূর্ব বিরোধ মীমাংসার কথা বলে রাত ৯টার পর তাকে ও তাহাসিনকে ডেকে নিয়ে যায় মামুন নামে একজন। তারা বিরামপুর আফজাল মার্কেটের সামনে গেলে মামুনের সঙ্গে থাকা জিহাদ, রইচসহ কয়েকজন তাদের ছুরিকাঘাত করেন। এসময় তাহাসিন ও আকাশ মামুনকে পাল্টা ছুরিকাঘাত করেন। পরে এলাকাবাসী আহত তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে সীমান্ত নামে এক যুবককে মারধর করে প্রতিপক্ষ। এ ঘটনার পর সীমান্তের পক্ষ নিয়ে আকাশ ও তাহাসিন প্রতিপক্ষকে হুমকি দিয়েছিলেন। সেই বিরোধের জের হিসেবে শনিবারের ঘটনা ঘটেছে।