প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

Date:

 

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন আহমেদ আল-শারা। গত সপ্তাহে তিনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।

সংশ্লিষ্ট সিরীয় সূত্র শনিবার (১ ফেব্রুয়ারি) আলজাজিরাকে জানিয়েছে, আল-শারা দুই দিন সৌদি আরবে থাকবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে তৎকালীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের ঝড়ো হামলায় পতন হয় দুই যুগ ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তার শাসনামলের অবসানের পরেই আল-শারা দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট হন।

প্রেসিডেন্ট হিসেবে আল-শারাকে অন্তর্বর্তীকালীন পর্যায়ে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে; যা নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-শারাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন।

এর আগে, গত মাসে আল-শারা আল আরাবিয়া টিভিকে বলেন, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যত নির্মাণে একটি বড় ভূমিকা পালন করবে। সকল প্রতিবেশী দেশের জন্য একটি বড় বিনিয়োগের সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।

গত সপ্তাহে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করতে সহায়তার প্রতিশ্রুতি দেন।

Popular

More like this
Related

ব্যাংক লুটের টাকা পুতুলের সূচনা ফাউন্ডেশনে

ব্যাংক লুটের টাকা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে...

বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা, যা বললেন ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার...

যশোরে দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলায় তিনজন ছুরিকাহত

যশোরে দুই গ্রুপের পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনায় তিনজন গুরুতর আহত...

বাংলাদেশে সহায়তা বাড়ায়নি ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে...