গ্যাসকূপ খনন সুবিধাদি সম্প্রসারণসহ ১৩ প্রকল্প অনুমোদন

Date:

গ্যাসকূপ খননসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার একনেকের বৈঠকে অনুমোদন পায় প্রকল্পগুলো।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৯৭ কোটি ২৩ লাখ টাকা, প্রকল্প ঋণ সহায়তা থেকে ৭ হাজার ৩২৮ কোটি ৯৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে এক হাজার ১০৬ কোটি ১০ লাখ টাকা ব্যয় করা হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন ও শিল্প ও শক্তি বিভাগের সদস্য মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

একনেকে অনুমোদন দেওয়া প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম মহনগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট প্রকল্প। মোংলা বন্দরের সুবিধাদিও সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প। ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প। বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন প্রকল্প। ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভলপমেন্ট প্রজেক্ট। তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্প। হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ প্রকল্প। সিলেট-১২নং কূপ খনন প্রকল্প। ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম জোন প্রকল্প। স্ট্রেরেস্থড সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট এন্ড সাসটেইনেবল রেইনট্রিগ্রাশন প্রকল্প। ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা প্রকল্প। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প।

এছাড়া মেয়াদ বৃদ্ধির জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত) চতুর্থবার মেয়াদ বৃদ্ধি প্রজেক্ট।

একনেকে অবগতির জন্য উপস্থাপন করা চারটি প্রকল্প হচ্ছে-প্রাণীসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প। এ্যাকুয়েট ইকোসিস্টেম কনসারভেশন এন্ডম্যানেজমেন্ট ইন দ্যা নর্থ ইস্ট এন্ড সাউথ ওয়েস্ট রিজনইফ বাংলাদেশ ইউএসআইডিইকোসিস্টেম প্রকল্প। চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং (ডিডিএসপি-বি) প্রজেক্ট এবং পুরাতন ঢাকা কেন্দ্রী কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প।

Popular

More like this
Related

সাংবাদিক শহিদুল ইসলামের মৃত্যু, কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম (৫২)...

সচিবালয় ঘেরাও কর্মসূচি, আত্মহত্যার হুমকি দিলেন আহতরা

বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু...

ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন, উদ্বেগে পশ্চিমারা

এবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।যার সর্বোচ্চ...

অভিনয় জীবনের স্মৃতিচারণ করলেন ‘নাট্যজন’ মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...