কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম (৫২) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার সকালে তিনি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান।
তার বাড়ি উপজেলার গোপসেনা গ্রামে। তিনি দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ছিলেন। সাংবাদিক শহিদুলের মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।
এদিন আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, আব্দুস সাত্তার মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, সিদ্দিকুর রহমান, কোষাধক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, আয়ুব আলী, মেহেদী হাসান জাহিদ, ওলিয়ার রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।