সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড অ্যাকশর ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার একটি হত্যাচেষ্টা মামলায় সোমবার রাত ১০টার দিকে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।