যশোরে জাতীয় মহিলা সংস্থার অফিসে দুঃসাহসিক চুরি

Date:

যশোর সদর পুলিশ ফঁাড়ীর মাত্র দেড়শথ গাজ অদূরে জাতীয় মহিলা সংস্থা জেলা অফিসে সন্ধ্যায় দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা অফিসের মেইন গেট,স্টোর রুমের দরজার মোট ৮টি তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ল্যাপটপ,সিপিইউ,মনিটর,কি বোর্ড পেনড্রাইবসহ ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা জেসমিন নাহার বাদি হয়ে কোতয়ালি থানায় মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে উল্লেখ করেন,গত ১০ ফেব্রুয়ারী বিকালে যশোর শহরের লোন অফিসপাড়া এপিসি রোড, রিয়া কটেজ বাড়ির নীচতলা ও দ্বিতীয় তলার ফ্লাটে জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা যে যার মতো চলে যায়। তিনতলা ভবনের মালিক নাজমুসদ্দৌলা (আফলা) ও তার ম্যানেজার মইনউদ্দীন সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় ভবনের ক্লপসিবল গেটে তালা লাগিয়ে তাদের বিশেষ কাজে ঘরে বাইরে যায়। রাত সাড়ে ৯টার সময় ভবনের মালিক ও ম্যানেজার বাড়িতে এসে মেইন গেট খুলে বাড়ির মধ্যে ঢুকে দেখেন ঘরের মেইনগেটের ও জাতীয় মহিলা সংস্থা অফিসের ও অফিসের স্টোর রুমের দরজার মোট ৮টি তালা ভাঙ্গা। অফিসের ও স্টোর রুমের দরজা খোলা রয়েছে।
উক্ত ঘটনা দেখে বাড়ির মালিক জেলা কর্মকর্তা বাদিকে ও মাঠ সমন্বয়কারী সামছুর রহমানকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে বাদিসহ কর্মচারীরা তৎক্ষনিক ভাবে তাদের অফিসে আসেন এ অফিস রুমে ও স্টোর রুমে প্রবেশ করে দেখেন ২টি স্টীলের আলমারির পাল্লা খোলা,রুমের মধ্যে থাকা বিভিন্ন জিনিস ও ফাইল এলোমেলো অফিসের মধ্যে থাকা ১টি এইচপি ল্যাপটপ মূল্য আনুমানিক ৮৫ হাজার টাকা,এইচপি কম্পিউটার মনিটর, সিপিইউসহ মূল্য আনুমানিক ৯৫ হাজার টাকা, ডেল কোম্পানীর ১টি মনিটর মূল্য আনুমানিক ২০ হাজার টাকা,
১ হাজার টাকার মূল্যের একটি কি বোর্ড ও ২টি পেনড্রাইবসহ ২লাখ ৩ হাজার টাকার মালামাল নেই। সংঘবদ্ধ চোরেরা বাড়িতে কেউ না থাকার সুযোগে ভবনের প্রাচীরের দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকে দ্রুত তালা ভেঙ্গে চুরি করে সটকে পড়ে। অথচ এই অফিসের মাত্র কয়েকশথ গজ অদূরে সদর পুলিশ ফঁাড়ী অবস্থিত। ফঁাড়ী পুলিশের অপতৎপরতার অভাবে চুরি হয়েছে বলে স্থানীয় লোকজন দাবি করেছেন।

Popular

More like this
Related

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি...

সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত

সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত একটি...

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, দুই পাইলট অক্ষত

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, দুই পাইলট অক্ষত যশোরে...

চৌগাছায় দুই মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি:চৌগাছায় দুই মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা ...