পটুয়াখালী:দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নানা আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়ায় পোড়া ঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন কাফি।
সংবাদ সম্মেলনে কাফি বলেন, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, সত্যের পক্ষে থেকেছি। কিন্তু তার প্রতিফল হিসেবে আজ আমার মাথার ছাদ পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি দাবি করেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ঘটনার প্রতিশোধ নিতেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে এইৎ দাবির সত্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় এলাকায় কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তবে কেউ সরাসরি অগ্নিসংযোগ করতে দেখেননি। কেউ কেউ এটিকে গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন।
কাফি বলেন, যদি সাতদিনের মধ্যে আমার ঘর পুনঃনির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমি একাই রাস্তায় দাঁড়াবো। জনগণই আমার শক্তি।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করতে তদন্ত প্রয়োজন।
এদিকে, কাফির বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই নুরুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা, সেটি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম।