এনআইডি: পুরো নাম পরিবর্তনে ঋণ-মামলা খতিয়ে দেখার ভাবনা ইসির

Date:

এনআইডি: পুরো নাম পরিবর্তনে ঋণ-মামলা খতিয়ে দেখার ভাবনা ইসির জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পুরো নাম পরিবর্তনে ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, আনুষ্ঠানিক এমন কোনো সিদ্ধান্ত না হলেও এনআইডি পরিচালক (অপারেশনস) মো. আব্দুল হালিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন নোট দিচ্ছেন, যার একটি অনুলিপি বাংলানিউজের হাতেও এসেছে।
‘নাম পরিবর্তনের জন্য নোট’ শিরোনামে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে— আবেদনকারী কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি এবং তার নামে বাংলাদেশের কোনো থানায় বা আদালতে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা অন্যবিধ মোকাদ্দমা নেই মর্মে হলফনামায় উল্লেখ থাকতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও আবেদনকারীর পিতা-মাতার ওয়ারিশ সনদে বর্ণিত জীবিত ব্যক্তিদের সাক্ষ্য, মতামত ও অনাপত্তি সংক্রান্ত জবানবন্দি রেকর্ডপূর্বক আবেদনকারীর নামে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে তথ্য সংশ্লিষ্ট থানা থেকে পত্রের মাধ্যমে নিয়ে প্রতিবেদনে উল্লেখ করাসহ সরেজমিনে তদন্ত প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে ওই নির্দেশনায়।
এনআইডি: পুরো নাম পরিবর্তনে ঋণ-মামলা খতিয়ে দেখার ভাবনা ইসির এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, কেউ ঋণ নিয়ে নাম পরিবর্তন করলে তাকে আর ধরা যায় না। এজন্য পুরো নাম পরিবর্তন করতে হলে কোনো ঋণ আছে কি না, তা জানাতে হবে। এ ছাড়া কোনো অপরাধ করে নাম পরিবর্তন করে চায় অনেকে। সেজন্য এর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নিজ নাম, পিতা ও মাতার নাম পরিবর্তন করার ক্ষেত্রে ভবিষ্যতে পুলিশ ভেরিফিকেশনের চিন্তাও আমরা করছি।

Popular

More like this
Related

জাকাত আদায়ের মাসয়ালা 

জাকাত আদায়ের মাসয়ালা মাসয়ালা: নিজ প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যে...

কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’

কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’ কক্সবাজার জেলা কারাগার হয়ে উঠেছে ভয়ংকর...

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান শত্রুর যে...

বরকতময় সেহরি

বরকতময় সেহরি সেহরি খাওয়া সুন্নাত। এক বা দুই ঢোক...