ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ মার্চ মঙ্গলবার যশোর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন-এর সভাপতিত্বে আইসিএবি মিলনায়তন,যশোর থেকে প্রেসক্লাব যশোর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবু জ্বর বিন হাফিজ, সেক্রেটারি সহিদুল ইসলাম গাজী, সংগঠনের পৌর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সদর থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস।
বিক্ষোভ মিছিল থেকে দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।