বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপরে হামলা, চাঁদাবাজি, মালামাল লুট ও প্রাণনাশের ঘটনাসহ কয়েকটি মামলায় আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। তার হাজতি নাং-৩৪৫৩৭/২৫।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ করা হয়েছে।
শহিদুল ইসলাম মিলন যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড পিলু খান সড়কের মৃত একেএম আবুল কাশেম আলীর ছেলে ও জেলা আওয়ামী লীগের সভাপতি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল) জুয়েল ইমরান জানান, গত বছর ৩অক্টোবার দিবাগত রাতে ডিএমপি পুলিশ রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম মিলনকে আটক করেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপরে হামলা, চাঁদাবাজি, মালামাল লুট ও প্রাণনাশের ঘটনাসহ কয়েকটি মামলায় তাকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। পরে চলতি বছরের ২১জানুয়ারি যশোরে কয়েকটি মামলা নিষ্পত্তির জন্য এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম হাজতি শহীদুল ইসলাম মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসেন। যার পুলিশ স্কট সিসি নং-৭১/২৫।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন,গত বছর ২২জুন যশোর বেজপাড়া এলাকার বাসিন্দা ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পদক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের-২ বিশেষ পিপি মরহুম এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলের করা চাঁদাবাজি মামলা,যার নাম্বার ৬৭ এবং শহরের আলোচিত ঘর ভাংচুরসহ টাকা লুট, অনাধিকার ক্ষমতা প্রদান, অস্ত্র প্রদর্শন জীবননাশের হুমকি প্রদান করার মামলায় যার নং- গত বছর ২০অগাষ্টসহ কয়েকটি মামলায় শহিদুল ইসলাম মিলনকে শুনসান আটক দেখানো হয়েছে। তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Date: