যশোর পৌরসভার সাবমার্সিবল বিল আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান পৌর নাগরিক কমিটি ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানান।
মতবিনিময় সভায় পৌর প্রশাসক বলেন, অর্থ সংকটে পৌর কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারছেন না। তিনি জানান, সরকারি আইন অনুযায়ী সাবমার্সিবল বিল ধার্য করা হয়েছে, যা শুধুমাত্র সাবমার্সিবল পাম্প ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। নাগরিকদের সহযোগিতার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
সভায় পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, সাবমার্সিবল বিল বিতরণের আগে নাগরিকদের মতামত নেয়া হলে আরও গ্রহণযোগ্য হতো। তিনি পৌরসভার পানি সরবরাহের অপ্রতুলতা এবং নি¤œমানের পানি সেবার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, নাগরিকরা বাধ্য হয়ে নিজেদের খরচে সাবমার্সিবল পাম্প বসিয়েছে। বিদ্যুৎ খরচ করে পানি তোলা হয়। সেক্ষেত্রে নাগরিকদের কাছ থেকে আলাদাভাবে বিল নেয়া অনৈতিক।
সভায় অন্যান্য বক্তারা বলেন, সাবমার্সিবল বিল নাগরিকদের জন্য বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রা ইতোমধ্যে কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘ ২ ঘণ্টার আলোচনার পর পৌর প্রশাসক রফিকুল হাসান সাবমার্সিবল বিল আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেন। পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খান ও সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু এক বিবৃতিতে এতথ্য জানান।
Date: