প্রেস বিজ্ঞপ্তি: যশোরের ঝিকরগাছা উপজেলায় একজন নারীকে বেঁধে বর্বর নির্যাতন এবং সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, নিরাপত্তার অধিকার প্রতিটি মানুষের মানবাধিকার। দীর্ঘদিন ধরে সমাজে সেই অধিকার চরমভাবে লংঘিত হয়ে আসছে। বিশেষ করে এর শিকার বেশি হচ্ছে নারী ও শিশুরা। সে ধরনের একটি মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলাতে।
সেখানে একজন নারীকে বর্বরোচিত মারপিটের ঘটনা মানবাধিকারের চরম লংঘন। নির্যাতনকারীরা শুধু ওই নারীকে নির্যাতনই করেনি, উল্লাস করতে করতে নির্যাতনের ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তার সামাজিক নিরাপত্তাও হুমকির মুখে ফেলে দিয়েছে। যা উদ্বেগজনক।
বিবৃতিতে বিনয় কৃষ্ণ মল্লিক ঘটনায় পুলিশের তড়িৎ পদক্ষেপে সন্তোষও প্রকাশ করেন। এই ঘটনার সাথে আর যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি। ঘটনার বিষয়ে রাইটস যশোরের পক্ষ থেকে অনুসন্ধান করা হবে বলেও জানান তিনি।
Date: