বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গত ১৭ বছর অপেক্ষা করেছি আমরা। সেই রাষ্ট্র এখনও আমরা পাইনি।
এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচন দেবে। নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবার কোন সুযোগ নেই। জনগণের বাংলাদেশ জনগণের হাতে তুলে দেয়ার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পুণ:প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। যশোর-চৌগাছা সড়কের বাগডাঙ্গা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুড়ামনকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে অমিত বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একইসাথে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আওয়ামী নেতা-কর্মী ও গুÐাদের আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের জায়গা বিএনপিতে হবে না। সমাবেশে তিনি আগামিতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষি ও কৃষকের জন্য তারেক রহমান ঘোষিত নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা কৃষক দলের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন উপস্থিত ছিলেন।