মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেফতার

Date:

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে তাদের গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭ টায় হটস্পট হিসেবে পরিচিত বুকিত বিনতাং এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সহযোগিতায় সন্ধ্যা ৭.১৫ টায় শুরু হওয়া অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিশর এবং সুদানের একজন করে নাগরিক রয়ছেন।

১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

পরিচালক স্থানীয় সাংবাদিকদের জানান, বুকিত বিনতাং এর জালান আলোর আশেপাশের এলাকাটি বিদেশি এবং স্থানীয় উভয় পর্যটকদের কাছেই একটি জনপ্রিয় স্থান এবং এই এলাকায় বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের আগমন দর্শনার্থীদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে।

বিদেশি এবং নিয়োগকর্তারা যাতে নির্ধারিত নিয়ম মেনে চলেন তা নিশ্চিত করার জন্য অভিযান এবং প্রয়োগ অব্যাহতভাবে পরিচালিত হবে বলেও জানান অভিবাসন পরিচালক।

Popular

More like this
Related

যশোর পুলেরহটে ওয়াজ মাহফিল থেকে চুরির ঘটনায় দুইজন আটক

যশোর পুলেরহাটে আদ-দ্বীন সখিনা মেডিকেল হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়াজ...

যশোরে নারীকে বেঁধে নির্যাতন ঘটনায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্বেগ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: যশোরের ঝিকরগাছা উপজেলায় একজন নারীকে বেঁধে বর্বর...

যশোর শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে পাওনা টাকা চাওয়াকে...

‘নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই’ যশোরে কৃষক সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য...