বাংলাদেশ অভিষেকের আগেই প্রিমিয়ার লিগ ছাড়লেন হামজা চৌধুরী

Date:

 

গুঞ্জনটাই সত্যি হলো। হামজা চৌধুরী অবশেষে লেস্টার সিটি ছেড়ে গেলেন। তিনি আর প্রিমিয়ার লিগেও থাকছেন না।

সোমবার রাতে শেফিল্ড ইউনাইটেডে ছয় মাসের জন্য ধারে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। ২৭ বছর বয়সী হামজা ৯১টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠে নেমেছেন। তবে বর্তমানে শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গেও কাজ করেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছিলেন তার অধীনে। শেফিল্ডে আবারও দুজনের পুনর্মিলনী হয়ে যাচ্ছে এবার।

তবে তাতে এখন আর প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না হামজা। কারণ শেফিল্ড প্রিমিয়ার লিগের দল নয়। তারা এখন আছে চ্যাম্পিয়নশিপে আছে, যা প্রিমিয়ার লিগের ঠিক পরের স্তর। তার অভিষেক হয়ে যেতে পারে শনিবার, সেদিন ডার্বি কাউন্টির মাঠে খেলবে শেফিল্ড।

হামজা ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘বেশ কয়েক সপ্তাহ ধরেই আলোচনাটা চলছি। তবে আমি এখানে আসতে পেরে খুশি, মাঠে নামতে প্রস্তুত আমি।’

প্রিমিয়ার লিগে ফিরে আসার খুব কাছে আছে দলটা। চ্যাম্পিয়নশিপের টেবিলের দ্বিতীয় স্থানে আছে এখন। এই পর্যায়ে থেকে মৌসুম শেষ করতে পারলে সরাসরি প্রিমিয়ার লিগে চলে আসবে শেফিল্ড।

হামজা বলেন, ‘আমি দলের পরিস্থিতিটা দেখেছি। তারা কোথায় আছে তা জেনেছি। এখানে আমি এসেছি, দলটাকে সাহায্য করতে চাই।’

কোচ ওয়াইল্ডারের অধীনে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোচের সঙ্গে কয়েক মাস কাজ করেছি ওয়াটফোর্ডে। ছোট সময় ছিল, তবে আমি তা উপভোগ করেছি। যখন তিনি আমাকে ফোনকল করলেন, তখন আমার জবাব একটাই ছিল।’

Popular

More like this
Related

জার্মান রাজনীতিতে ডানপন্থিদের সঙ্গে আঁতাতের বিরুদ্ধে বিক্ষোভ

জার্মান পার্লামেন্টে একটি কঠোর অভিবাসন আইন পাসে খসড়া বিল...

গোপালগঞ্জে পুলিশের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, আহত ৮

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের...

ফেব্রুয়ারিতে তাপমাত্রা কমবে না বাড়বে জানাল আবহাওয়া অফিস

ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে...

কার হাতে উঠছে আজ ফাইনালের টিকিট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ ধাপের লড়াই শুরু আজ...