বাংলাদেশে নির্বাচন দেখতে চায় ব্রাজিল: আমীর খসরু

Date:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।

তিনি আরও বলেন, বৈঠকে খাদ্যসহ বিভিন্ন পণ্য নিয়ে আলাপ হয়েছে। বিশেষ করে ফুটবল এবং সাংস্কৃতিক আদান-প্রদান করার বিষয়ে আলাপ হয়েছে।

 

আমীর খসরু বলেন, দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয়, সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালন-পালনে তাদের সহযোগিতা নিতে।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন- দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

Popular

More like this
Related

জার্মান রাজনীতিতে ডানপন্থিদের সঙ্গে আঁতাতের বিরুদ্ধে বিক্ষোভ

জার্মান পার্লামেন্টে একটি কঠোর অভিবাসন আইন পাসে খসড়া বিল...

গোপালগঞ্জে পুলিশের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, আহত ৮

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের...

ফেব্রুয়ারিতে তাপমাত্রা কমবে না বাড়বে জানাল আবহাওয়া অফিস

ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে...

কার হাতে উঠছে আজ ফাইনালের টিকিট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ ধাপের লড়াই শুরু আজ...