কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার বহুল আলোচিত অবৈধ ইট ভাটা রোমান ব্রিক্সস বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আবেদনের প্রেক্ষিতে, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয়েছে।
জন স্বার্থে বেলা ৩৩৭২/২২ মহামান্য হাইকোর্টে একটি মামলা করলে ২৬/৪/২২ এ দেশের আইনের পরিপন্থী বলে নিষেধাজ্ঞা দেয়। তার পরও ভাটার মালিক পরিবেশ দূষনের মাধ্যমে ক্ষমতার জোরে দীর্ঘ ৭ বছর ধরে ভাটাটিতে ইট পুড়িয়ে আসছিল।
বুধবার বেলা ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক ও খুলনা বিভাগীয় কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফির রহমানের উপস্থিতিতে অবৈধ ভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি, আনসার ও ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাটার চিপনি ভাঙ্গার ভাঙ্গার মাধ্যমে ইট ভাটাটি উচ্ছেদ করায় এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানান। উল্লেখ্য ঐ ভাটাটি উচ্ছেদ করতে প্রশাসন ইতিপূর্বে কয়েকবার লোকদেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করে। যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।