যশোরে গত মঙ্গলবার দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের একটি বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জুবায়ের হোসেন পান্নার (৩৫) বাড়িতে ওই হামলা চালানো হয়।রাতেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ জানাগেছে,মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পান্নার বাড়িতে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমার বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের পানির ট্যাংক এলাকার মৃত একতার হোসেনের ছেলে হানিফ ওরফে টুকাই হানিফ(৩০), চোপদারপাড়া আকবরের মোড়ের আবেদ আলীর ছেলে হাফিজুর (২৭), একই এলাকার শান্ত (৩০)সহ বেশ কয়েকজন ওই হামলা চালিয়েছে।
এই বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত)কাজী বাবুল হোসেন জানিয়েছেন,ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল। কিন্ত কাউকে আটক করতে পারেনি। তবে সন্ত্রাসী হানিফ ও তার পক্ষের লেকজন ওই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। পান্নার সাথে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ওই হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি। এই বিষয়ে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।