শান্তকে কোন জায়গায় ব্যাটিং করাবেন ভেবে পাচ্ছেন না তামিম

Date:

দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ আসর নিয়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশি সমর্থকরা। আর সেই স্বপ্ন বাস্তবায়নের বড় দায়িত্ব অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে।

মেগা এই আসরে নামার আগে চলমান বিপিএলেই প্রস্তুতিটা সারতে হবে তাকে। তবে সমস্যা হলো সেই প্রস্তুতি তিনি আর নিতে পারছেন কই। তার দল ফরচুন বরিশাল যে সবশেষ ৫ ম্যাচে একাদশেই সুযোগ দিচ্ছে না শান্তকে। এ ব্যাপারে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, শান্তকে কোথায় ব্যাটিং করাবেন সেটাই এখনও ভেবে সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।

বুধবার দুর্দান্ত একটা জয়ের পর সংবাদ সম্মেলনে এসে শান্তর একাদশে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তামিমকে। যার উত্তরে তিনি কম্বিনেশনের কথা বলেছেন।

তামিম বলেন, ‘বলতেই হবে ওকে যতটা সুযোগ দেওয়া উচিৎ ছিল দিতে পারছি না। আমার দল যদি দেখেন, কম্বিনেশন মেলাতে খুব কঠিন হচ্ছে। প্রথম ২-৩-৪ ম্যাচে কম্বিনেশন ঠিকভাবে মেলাতেই পারিনি।’

অবশ্য শান্ত যে খুব আহামরি পারফর্ম করেছেন সুযোগ পাওয়া ম্যাচগুলোতে তাও নয়। চলমান বিপিএলে ৫ ম্যাচে শান্তর রান ৫৮ যার মধ্যে একটিতে আবার ৪১ রানের ইনিংসও আছে। শান্তর সুযোগ না পাওয়ার পেছনে এটিও একটি কারণ কিনা জানতে চাওয়া হলে তামিম বলেন তেমনটি নয়।

শান্তর সুযোগ না পাওয়া নিয়ে তামিম বলেন, ‘ওর পারফরম্যান্সের জন্য ওর সেটআপ হচ্ছে না এমন নয়, এটা নিয়ে সন্দেহ নেই। রংপুরের সাথে ৪০ রানের খুব ভালো ইনিংস খেলেছে। শুধু কম্বিনেশনের কারণে ওকে জায়গা দিতে পারছি না। কোন জায়গায় ব্যাটিং করাব ভেবে পাচ্ছি না।’

অবশ্য শান্তকে খেলাতে না পারলেও দলের প্রতি তার নিবেদনে মুগ্ধ তামিম, ‘দলের জন্য ওর এটিটিউড ফ্যান্টাসটিক। বাংলাদেশ দলের ক্যাপ্টেন, ওয়ান অব দ্যা বেস্ট প্লেয়ার অব দ্যা কান্ট্রি। সিনিয়র-জুনিয়রদের প্রতি ওর এটিটিউড দুর্দান্ত। এর প্রশংসা করতেই হবে।’

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...