আজ বিশ্ব ইজতেমায় যেসব আয়োজন থাকছে

Date:

ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

দুপুরে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ।

আর বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাট সাহেবের বয়ানের মধ্যদিয়ে শেষ হবে শেষ হবে প্রথম দিনের কার্যক্রম।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার প্রথম দিনের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তাবলীগ জামাত বাংলাদেশ এর শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছে।

শুরায়ী নেজামের এই মিডিয়া সমন্বয় বলেন, বাদ ফজর বয়ান করেন মাওলানা জিয়া উল হক সাহেব (পাকিস্তান)। এবং এর তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান সাহেব।

পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন মাওলানা জামাল সাহেব (ভারত)। সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের আয়োজনে বয়ানের মিম্বারে বয়ান করবেন- মাওলানা ফারাহিম সাহেব (ভারত)। ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করবেন- প্রফেসর আব্দুল মান্নান সাহেব (আলিগড়)।

তিনি আরও বলেন, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন- মাওলানা আকবর শরিফ সাহেব (ভারত)। জুমার নামায পরাবেন- মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)।

হাবিবুল্লাহ রায়হান বলেন, বাদ জুমা বয়ান করবেন জর্ডান এর শেখ উমর খাতিব সাহেব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...