যশোরে শীর্ষ সন্ত্রাসী বোমারু হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার খুলনা নগরীর নিরালা আবাসিকের ২৯নম্বর রোডের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, আলিম(২২), শান্ত ইসলাম(২৬) এবং সাদিয়া(১৯)। তাঁরা সবাই যশোর জেলার বাসিন্দা। এর মধ্যে সাদিয়া যশোরের শীর্ষ সন্ত্রাসী হানিফ ওরফে বোমারু হানিফের স্ত্রী।
কেএমপির এডিসি (মিডিয়া) আহসান হাবীব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় অভিযান চালিয়ে হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল,পলিথিনে মোড়ানো সুইজ গিয়ার,দুটি তাজা ককটেল, শটগানের গুলি (কালো), ৫টি জালের কাঠি, গুনো তার ও দুটি কালো রঙ্গের স্কচটেপ উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।