ইসলামের সু—মহান আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ

Date:

আজ ৩১ জানুয়ারি প্রেসক্লাব যশোর এ ইসলামী আন্দোলন বাংলাদেশ,যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ এর সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

জেলা সম্মেলনের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম মিয়া বলেন,শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা,বীর মুক্তিযোদ্ধা ডা.আবু নসর, সহ সভাপতি মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বাশার,জেলা সদস্য মাওলানা গোলাম আজম খান, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী সহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক আশিক বিল্লাহ, বাবলুজ্জামান, সদর থানা সভাপতি মোঃ আখতারুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাস্টার মোহাম্মদ ইদ্রিস আলী, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক বাবলুজ্জামান,চৌগাছা থানা সভাপতি আনিচুর রহমান, বাঘারপাড়া থানার সভাপতি বেলাল হুসাইন, ঝিকরগাছা থানার সভাপতি আব্দুল কাদের, শার্শা থানার সভাপতি মাওলানা কামাল সহ প্রমুখ।

প্রধান অতিথি কে এম আতিকুর রহমান বলেন,ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে”। বিশেষ অতিথি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন বলেন,গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) পদ্ধতি একটি নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। এটি চালু করলে জনগণের ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হবে এবং প্রত্যেক রাজনৈতিক দল বা প্রার্থী তাদের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী আসন পাবে, যা জনগণের ইচ্ছাকে আরও সঠিকভাবে প্রতিফলিত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের জান মাল লুটপাট করবে না বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে”। বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল,তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।

প্রধান অতিথি বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আলহাজ্ব মিয়া আব্দুল হালিম,সহ-সভাপতি প্রফেসর ডঃ ফারুক আহমেদ সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা সেক্রেটারি:মোহাম্মদ আলী সরদার
জয়েন্ট সেক্রেটারি: হাফেজ মোহাম্মদ মহসিন। কমিটিতে
প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যক্ষ নাজমুল হুদাকে।

Popular

More like this
Related

সাংবাদিক শহিদুল ইসলামের মৃত্যু, কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম (৫২)...

সচিবালয় ঘেরাও কর্মসূচি, আত্মহত্যার হুমকি দিলেন আহতরা

বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু...

ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন, উদ্বেগে পশ্চিমারা

এবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।যার সর্বোচ্চ...

অভিনয় জীবনের স্মৃতিচারণ করলেন ‘নাট্যজন’ মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...