যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ভোট কেন্দ্রে হামলা বোমা নিক্ষেপসহ অপরাধ মূলক কর্মকান্ড ঘটানো ও জেলা বিএনপি কার্যালয়ে হামলা,ভাংচুর লুটতরাজ অগ্নিসংযোগ করার ঘটনায় পলাতক আওয়ামীলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে দড়াটানা,বালিয়াডাঙ্গা ও পুরাতন কসবা এলাকা থেকে গ্রেফতার করেন। আটক আওয়ামী লীগের নেতা কর্মীরা হচ্ছে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব্বার মোল্লার ছেলে আকরাম হোসেন ওরফে আকরাম মেম্বার, শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আবু তালেব এর ছেলে জাহিদুর রহমান লাবু ও যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে মাজাহারুল ইসলাম।
গ্রেফতারকৃতদের উক্ত দু’টি মামলায় শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
কোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, মাজাহারুল ইসলামকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরের পুরাতন কসবা এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৪ আগষ্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাংচুর,লুটতরাজ, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। কোতয়ালি থানার এসআই বায়েজীদ মোল্লা জানান, বৃহস্পতিবার ৩০ জানুয়ারী রাত সাড়ে ১১ টায় শহরের দড়াটানা মোড় এলাকা থেকে জাহিদুর রহমান লাবু ও একই দিবাগত রাত পৌনে ১২ টায় সদর উপজেলা বালিয়াডাঙ্গা বাজার থেকে আকরাম হোসেনকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গা বিগত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বেলা ১১ টায় বালিয়াডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হামলা,বোমা নিক্ষেপ ও ইট পাটকেল নিক্ষেপ করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা রয়েছে।