ওয়েস্ট ইন্ডিজে ধবলধোলাই বাংলাদেশ

Date:

সিরিজ আগেই হেরে বসেছিল বাংলাদেশ। শেষ ম্যাচটা তাই হয়ে উঠেছিল নিগার সুলতানা জ্যোতির দলের মান বাঁচানোর লড়াই। সেটাও পারেনি নারী দল। ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের শিকার বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৪ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। আগের ম্যাচে দুশর বেশি রান করা ক্যারিবীয়দের বিপক্ষে খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না সেই রান তাড়া করা। হয়েছেও তাই। চাপ না নিয়ে সহজ জয় তুলেছে দলটি। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে। বাংলাদেশ সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে।

শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। তবে তিনিও ছিলেন যথেষ্ট ধীর। এই রান তুলতে ৪৩ বল খেলতে হয়েছে তাকে। বাকিদের অবস্থা আরও নাজুক।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো না হলেও মাঝারি মানের ইনিংসই যথেষ্ট ছিল বাংলাদেশকে হারাতে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত ছিলেন শাবিকা গাজনাবি। ম্যাচে ২৫ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা জেননিলিয়া গ্লাসগো।

Popular

More like this
Related

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...

রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না

আসন্ন রোজায় দ্রব্যমূল্য বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা...

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

আগামী ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে...

সাংবাদিক শহিদুল ইসলামের মৃত্যু, কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম (৫২)...