বেনাপোল প্রতিনিধি:শান্ত বেনাপোলকে অসান্ত করার জন্য আবারও বেনাপোল স্থল বন্দর এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরন হয়েছে। মোটরসাইকেল যোগে এসে বোমা হামলা করে পালানোর সময় ৯২৫ এর শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকরা আলাউদ্দিন আলা (৪০) নামে এক শ্রমিককে ধরে ফেলে। এসময় কিছু শ্রমিক তাকে উত্তম মধ্যম ও দেয়। এ ঘটনার পরে আসামিকে আটক এবং থানায় মামলা না নেওয়ার কারনে শ্রমিকরা বন্দরের আমদানি রফতানির পণ্য লোড আনলোড বন্ধ করে যশোর বেনাপোল সড়ক এর বন্দর এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
আসামি আলাউদ্দিন আলা শার্শা থানার কন্যাদাহ গ্রামের লুৎফর সরদার এর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থল বন্দরের ১ নং ও ২ নং গেটের মাঝামাঝি হাত বোমাটি বিস্ফোরিত হয়।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিক লালন বলেন, আমরা ধারনা করছি সন্ত্রাসী আলাউদ্দিন আলা সহ আরো দুইজন মোটরসাইকেল যোগে এসে বোমাটি বিস্ফোরন ঘটায়। এসময় শ্রমিকরা তাকে ধাওয়া করলে সে তার সহযোগি আরো দুইজন পালিয়ে যায় এবং একটি ব্যাগ ফেলে রেখে। ধাওয়া করে তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়। এবং তার ফেলে যাওয়া ব্যাগে আরো তিনটি হাত বোমা পাওয়া যায়। ওই বোমা বেনাপোল পোর্ট থানার এস আই রাশেদুজ্জামান এর কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক শহিদ আলী বলেন, কিছু দুবৃত্তরা স্থল বন্দরে পণ্য চুরি বা লুটপাট করার জন্য বোমা বিস্ফোন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা থানায় মামলা করতে গিয়েছিলাম থানা মামলা নেয়নি।
এ বিষয় বেনাপোল পোর্ট থানা ওসি মোঃ রাসেল মিয়া বলেন, আমরা বোমা বিস্ফোরন এর ঘটনা স্থলবন্দর এলাকায় পরিদর্শন করেছি। সেখান থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য গত ২৬ ও ২৭ জানুয়ারী বেনাপোল চেকপোষ্ট এলাকায় দুইটি বোমা বিস্ফোরন হলেও এখনও কে বা কারা বোমা বিস্ফোরন ঘটিয়েছে তা প্রশাসন সনাক্ত করতে পারে নাই।