যে শর্তে জামিন পেলেন পি কে হালদার

Date:

বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজন জামিন পেয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালতে। অন্য দুইজন হলেন- স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি।

শুক্রবার তাদের জামিন দেওয়া হয়। প্রত্যেককে ১০ লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে- মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না।

বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।

এদিকে এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রানেশ হালাদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে দেশটিতেই কারাবন্দি ছিলেন তারা। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এ ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...