যশোর-বেনাপোল মহাসড়কে কোভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত। যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার গদখালীর মঠবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক মিথিল (৩৫ )নিহত হন। এ সময় নয়ন(২৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছার গদখালী এলাকার মঠবাড়ি নামক স্থানের যশোর-বেনাপোল মহাসড়কে একটি কর্ভার ভ্যান সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মিথিল মারা যান এবং মোটরসাইকেলে থাকা মোটরসাইকেল আরোহী নয়ন আহত হন। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মিথিলের বাড়ি নড়াইল জেলার মহেশখোলা গ্রামে। তার পিতার নাম সৈয়দ মোরশেদ আলী। পুলিশ নিহতের লাশ উদ্ধার যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Date: