দেশ গঠনে বাধা মোকাবিলায় নেতাদের প্রস্তুত হতে বললেন তারেক রহমান

Date:

মাগুরা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যাশিত দেশ গঠনে দলীয় নেতাকর্মীদের প্রত্যেককে শপথ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি লক্ষ্য পূরণের পথে যদি কোনো শক্তি বাধা হয়ে দাঁড়ায় সেখানে দলীয় প্রতিরোধ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা অডিটোরিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি; যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলও মনে করে দেশের এবং জনগণের মৌলিক সমস্যা সেটি সমাধানে এবং দেশ মেরামতের জন্যে বড় দল হিসেবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, গায়েবি মামলার শিকার হয়েছে। বিগত স্বৈরাচার আপনার ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে; কিন্তু আমরা মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। যদি মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি- তাহলে জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যা সমাধান করা যাবে। দেশের সমস্যাও সমাধান করতে পারব।

দলের প্রত্যেককে শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিজ্ঞার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যে দায়িত্ব আমরা নিয়েছি, জনগণ আমাদের দিয়েছে বা দিতে যাচ্ছে, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যেন অর্জন করতে পারি- সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। এজন্য নিজেদের যেন প্রস্তুত করতে পারি সেই শপথ গ্রহণ করি।

পাশাপাশি প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্য পূরণের পথে বাধাগুলো মোকাবিলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর আমাদের যে শপথ সেটিকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ কেউ বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তাহলে ২০ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে।

মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট শাহেদ হাসান টগরসহ অনেকে।

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...