যশোরের শার্শা সীমান্তে প্রায় ১০ কোটি টাকার ডায়মন্ড জুয়েলারিসহ আটক ১

Date:

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শার পাঁচভুলট সীমান্ত থেকে প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকার ডায়মন্ড জুয়েলারিসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি ব্যাটারি চালিত ভ্যানও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম হাফিজুর রহমান (৫৩), তিনি শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি দল পাঁচভুলট সীমান্তে অভিযান চালায়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে ডায়মন্ড জুয়েলারি বাংলাদেশে নিয়ে আসবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলট বিওপির টহল দল বদিপাড়া রাস্তার পাশে ওঁত পেতে থাকে।

এক পর্যায়ে ব্যাটারি চালিত ভ্যানে করে আসা একজনকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তার কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের ডায়মন্ড জুয়েলারি পাওয়া যায়।

উদ্ধারকৃত জুয়েলারির মধ্যে রয়েছে ডায়মন্ডের আংটি ৭পিস,পায়েল ২ পিস,ব্রেসলেট ১ পিস,বালা ৩ পিস,নাকফুল ১২ পিস ।এই জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৭০ টাকা।

আটক হাফিজুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ডায়মন্ড জুয়েলারি ট্রেজারি অফিস, যশোরে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং ব্যাটারি চালিত ভ্যানসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...